×

চিত্র বিচিত্র

সহকর্মীর আলিঙ্গনে পাঁজরের হাড় ভাঙায় মামলা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৫:০৬ পিএম

সহকর্মীর আলিঙ্গনে পাঁজরের হাড় ভাঙায় মামলা!

প্রতীকী ছবি

সহকর্মীর আলিঙ্গনে ভেঙেছে পাঁজরের হাড়। আর তার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন এক নারী। অদ্ভুত, তাই না? এই অদ্ভুত ঘটনাই ঘটিয়েছেন চীনের হুনান প্রদেশের ওই বাসিন্দা।

শক্ত করে জড়িয়ে ধরার কারণে ওই নারীর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। এ জন্য দেশটির ইউনসি জেলা আদালতে মামলা করেছেন তিনি। পরবর্তীতে পরে আদালতের বিচারক ওই নারীকে ১০ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দেওয়ার জন্য পুরুষ সহকর্মীকে নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভির।

গত বছর ওই নারী অফিসে তার সহকর্মীর সাথে কথা বলছিলেন। এমন সময় পুরুষ সহকর্মী তার কাছে আসেন এবং তাকে শক্ত করে চেপে ধরে আলিঙ্গন করেন। সেই সময় প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি। পরে সঙ্গে সঙ্গে বুকের আশপাশে অস্বস্তি বোধ করেন তিনি। আর এই অস্বস্তি কাজ করার সময়ও চলে।

প্রাথমিকভাবে তিনি এই ব্যথা চিকিৎসকের কাছে না গিয়ে ঘরোয়া উপায়ে প্রতিকারের চেষ্টা করেন।

কয়েকদিনের ঘরোয়া টোটকায় ব্যথা না কমায় ওই নারী হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালে করা এক্স-রেতে দেখা যায়, তার পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। এর মধ্যে দুটি হাড় ডান পাশের এবং অন্যটি বাম পাশের।

এদিকে, অভিযুক্ত পুরুষ সহকর্মী ওই নারীর আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার সৌহার্দ্যপূর্ণ আলিঙ্গনে নারী সহকর্মীর পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কোনো প্রমাণ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App