×

অর্থনীতি

খোলা বাজারে ডলারের বিপরীতে বাড়ছে টাকার দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১১:৪৮ পিএম

আমদানি ব্যয় হ্রাসে সরকারের ব্যয় সংকোচন নীতি ও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধির ফলে দেশে ডলার সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ডলারের বিপরীতে দিন দিন মান পড়তির বদলে আবারও শক্তিশালী হতে শুরু করেছে টাকা।

গত সপ্তাহে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয় ১২০ টাকা পর্যন্ত। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ডলার বিক্রি হচ্ছে ১১০ টাকায়। অর্থাৎ খোলা বাজারে প্রতি ডলারের দাম ১০ টাকা পর্যন্ত কমেছে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ও গুলশান এলাকার একাধিক মানি চেঞ্জারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রতি ডলার ১১০ টাকায় কিনে ১১২ টাকায় বিক্রি করছেন।

যদিও আন্তব্যাংক বাণিজ্যে প্রতি ডলারের দাম ৯৫ টাকা। তবে বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌ প্রতি ডলার এখনও ১০৬ থে‌কে ১০৮ টাকায় বিক্রি করছে।

এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত জুলাই মাসের পর চলতি আগস্ট মাসেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, শুধু চলতি মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১১৭ কোটি ১০ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ৯৫ টাকা) ১১ হাজার ১২৪ কোটি টাকা।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারা ইতিবাচক এবং এটি অব্যাহত থাকলে গত জুলাই মাসের মতো আগস্ট মাসেও ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসবে। একইসঙ্গে সংকট ধীরে ধীরে কেটে গিয়ে ডলারের বিপরীতে টাকা আরও শক্তিশালী হয়ে উঠবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App