×

জাতীয়

চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০১:০৬ পিএম

চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট (ভিডিও)

চকবাজারের প্লাস্টিক কারখানায় আগুন। ফাইল ছবি

চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট (ভিডিও)

সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ছবি: ভোরের কাগজ

চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট (ভিডিও)

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর চকবাজারে এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আগুন লাগার ৯ মিনিটের মধ্যে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে ছয়টি ইউনিট যোগ দিলেও পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। আগুন নেভানোর কাজ এখনও পর্যন্ত চলছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আজ দুপুর ১২টায় লালবাগের চকবাজারের দেবীদ্বার ঘাটে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে আগুন একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লালবাগ, সদরঘাট ও কেন্দ্রীয় কার্যালয় থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

[caption id="attachment_362544" align="aligncenter" width="700"] রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় লাগা আগুন লাগে নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন স্থানীয় জনতা[/caption] এদিকে, পানি আনতে দেরি হওয়ার কারণে আরেকটি ভবনেও আগুন লেগে যায়। স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App