×

জাতীয়

উত্তরায় গার্ডার পড়ে শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৫:০৬ পিএম

উত্তরায় গার্ডার পড়ে শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত
উত্তরায় গার্ডার পড়ে শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত

রাজধানীর উত্তরায় সোমবার বিকেলে মেট্রোরেলের গার্ডার ভেঙে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: ভোরের কাগজ

উত্তরায় গার্ডার পড়ে শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত

উদ্ধারের পর সেই গাড়ি

শুধু বেঁচে আছেন নববিবাহিত হৃদয় ও রিয়া #  দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেটকারের দুই শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাইভেটকারে আরোহী ছিলেন সাতজন। তাদের মধ্যে নববিবাহিত হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), কনে রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুধু বেঁচে আছেন নববিবাহিত হৃদয় ও রিয়া। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরার জসিমউদ্দিন মোড়ে আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তবে গাড়ির ভেতরে চাপা পড়াদের দুর্ঘটনার প্রায় চার পরও উদ্ধার করা হয়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে এস্কেভেটর দিয়ে গার্ডারটি সরালে প্রাইভেটকারটি মুক্ত হয়।

এদিকে এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা ও গভীর শোক জানান।

May be an image of 2 people, people standing, outdoors and crowd

দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দেয়। উভয় পাশে শত শত গাড়ি যানজটে আটকা পড়ে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

[caption id="attachment_362641" align="aligncenter" width="700"] উদ্ধারের পর সেই গাড়ি[/caption]

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ক্রেন দিয়ে গার্ডার উঠানোর কাজ চলছিল। এ সময় প্রাইভেটকার নিচ দিয়ে যাচ্ছিল। তখন ক্রেনটির এক পাশ উল্টে গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App