×

পুরনো খবর

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৩:২৫ পিএম

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

২০১৫ সালে মিস ইউনিভার্স ও মিস দিভা বিজয়ী বলিউড অভিনেত্রী উর্বশী রাওতোলাকে দেখে মোহিত হয়েছে অগণিত পুরুষ হৃদয়। সম্প্রতি সাবেক প্রেমিক ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ঋষভ পান্থের সঙ্গে বাগযুদ্ধ আলোচনায় রয়েছে

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

‘ছোট ভাইয়া, তুমি ব্যাট-বল খেলতে থাকো’ সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমন পোস্ট দেয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে আলোচনার উন্মেষ ঘটেছে

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

ইন্সটাগ্রামে ঋষভ পান্থের নামোল্লেখ না করে ‘আরপি’ ছদ্মনামে বোঝানোর চেষ্টা করেছেন উর্বশী। তিনি উল্লেখ করেন, ‘আরপি’ নামের ওই ব্যক্তি তার সঙ্গে সাক্ষাতের জন্য হোটেল কক্ষে অপেক্ষা করেছিলেন। কিন্তু ওই ব্যক্তির কথা ভুলে গিয়ে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়েছিলেন তিনি

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

উর্বশীর এ বক্তব্য প্রকাশ্যে এলে সরব প্রতিবাদ করেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পান্থ। ইন্সটাগ্রামে এক স্টোরিতে তিনি বলেন, নাম ও খ্যাতি পাওয়ার জন্য মানুষের তৃষ্ণার্ত অবস্থা দেখে বিস্ময় জাগে। ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমাকে ছেড়ে দিন, আপু। মিথ্যা বলারও একটা সীমা থাকে

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

পাল্টা উত্তরে বলিউড অভিনেত্রী উর্বশী বলেন, ছোটভাইয়া, তুমি বরং ব্যাট-বল খেলো। আমি বাচ্চা মেয়ে নই যে তোমার সঙ্গে নিজের নাম জড়িয়ে নাম খারাপ করবো। রাখী উৎসব ভালো কাটুক। চুপ আছি বলে সুযোগ নিও না

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

বছরখানেক আগেও উর্বশী-ঋষভের প্রেমের খবর ভাইরাল হতো। এখনও তাদেরকে নিয়ে গুঞ্জন রটে। তবে সেসব বিষয়ে কেউই এখনও কিছু জানাননি। ২০১৮ সালে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই দুজন। উর্বশী এই সম্পর্ক চূড়ান্ত করার পদক্ষেপ নিলেও ঋষভের আপত্তিতে সম্পর্ক ভেঙে যায়

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

বলিউডে উর্বশীর অভিষেক হয় ২০১৩ সালে। তার অভিনীত প্রথম ছবি- সিংহ সাব দ্য গ্রেট (২০১৩)। এছাড়া তার উল্লেখযোগ্য সিনেমা- হেট স্টোরি-ফোর (২০১৮), গ্রেট গ্র্যান্ড মাস্তি (২০১৬), দ্য লিজেন্ড (২০২২), সনোম রে (২০১৬), ভার্জিন ভানুপ্রিয়া (২০২০), পাগালপান্তি (২০১৯), ভার্দিওলা- দ্য আইরন ম্যান (২০১৫), কাবিল (২০১৭) উল্লেখযোগ্য

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

উর্বশী রাওতোলার জন্ম ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি, ভারতের কোটডওয়ার নামক স্থানে। তার বাবা মানবার সিং, মা মিরা সিং। ভাইয়ের নাম ইয়াশরাজ রাওতোলা

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

উর্বশী পেশায় শিল্পোদ্যোগী ও ইন্টিরিয়র ডিজাইনার। দিল্লির গার্গি ও হিন্দু কলেজে পড়াশুনা করেছেন। অতীতের তিক্ততা সামনে এনে ঋষভের সঙ্গে যে বাগযুদ্ধে জড়িয়ে গেলেন, তা কদ্দূর পর্যন্ত যায়, এখন সেটিই দেখার বিষয়

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা

উর্বশী রাওতোলা

আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা
আলোচনার কেন্দ্রে উর্বশী রাওতোলা
[caption id="attachment_362570" align="aligncenter" width="960"] ২০১৫ সালে মিস ইউনিভার্স ও মিস ডিভা বিজয়ী বলিউড অভিনেত্রী উর্বশী রাওতোলাকে দেখে মোহিত হয়েছে অগণিত পুরুষ হৃদয়। সম্প্রতি সাবেক প্রেমিক ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ঋষভ পান্থের সঙ্গে বাগযুদ্ধ আলোচনায় রয়েছে[/caption] [caption id="attachment_362571" align="aligncenter" width="1440"] ‘ছোট ভাইয়া, তুমি ব্যাট-বল খেলতে থাকো’ সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমন পোস্ট দেয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে আলোচনার উন্মেষ ঘটেছে[/caption] [caption id="attachment_362572" align="aligncenter" width="1440"] ইন্সটাগ্রামে ঋষভ পান্থের নামোল্লেখ না করে ‘আরপি’ ছদ্মনামে বোঝানোর চেষ্টা করেছেন উর্বশী[/caption] [caption id="attachment_362573" align="aligncenter" width="1440"] ইন্সটাগ্রামে এক স্টোরিতে তিনি বলেন, নাম ও খ্যাতি পাওয়ার জন্য মানুষের তৃষ্ণার্ত অবস্থা দেখে বিস্ময় জাগে। ঈশ্বর তাদের মঙ্গল করুন[/caption] [caption id="attachment_362574" align="aligncenter" width="1440"] পাল্টা উত্তরে বলিউড অভিনেত্রী উর্বশী বলেন, ছোটভাইয়া, তুমি বরং ব্যাট-বল খেলো। আমি বাচ্চা মেয়ে নই যে তোমার সঙ্গে নিজের নাম জড়িয়ে নাম খারাপ করবো[/caption] [caption id="attachment_362576" align="aligncenter" width="1638"] বছরখানেক আগেও উর্বশী-ঋষভের প্রেমের খবর ভাইরাল হতো। এখনও তাদেরকে নিয়ে গুঞ্জন রটে। ২০১৮ সালে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই দুজন[/caption] [caption id="attachment_362577" align="aligncenter" width="1440"] বলিউডে উর্বশীর অভিষেক হয় ২০১৩ সালে। তার অভিনীত প্রথম ছবি- সিংহ সাব দ্য গ্রেট [/caption] [caption id="attachment_362578" align="aligncenter" width="1440"] উর্বশী রাওতোলার জন্ম ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি, ভারতের কোটডওয়ার নামক স্থানে। তার বাবা মানবার সিং, মা মিরা সিং[/caption] [caption id="attachment_362579" align="aligncenter" width="960"] উর্বশী পেশায় শিল্পোদ্যোগী ও ইন্টিরিয়র ডিজাইনার। দিল্লির গার্গি ও হিন্দু কলেজে পড়াশুনা করেছেন[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App