×

জাতীয়

সরকারি তিন ব্যাংকে নতুন এমডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৮:৪২ পিএম

সরকারি খাতের তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস স্বাক্ষরিত তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। আর সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালককে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীরকে একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যবাস্থাপনা পরিচালকদের তিন বছরের চুক্তিতে নিয়োগে সরকারের সম্মতি নির্দেশক্রমে দেয়া হলো। ব্যাংক কোম্পানি আইন অসুযায়ী, তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম নেয়ার জন্য অনুরোধ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App