×

জাতীয়

বিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢামেক কর্তৃপক্ষের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৪:৪৭ পিএম

সহকর্মী একেএম সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসকরা। মারধরকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানিয়েছিলো ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নেতারা। এতে বিঘ্নিত  হয় রোগীদের সেবা। বাড়ে ভোগান্তি। সমস্যার সমাধানে ইচিপের সঙ্গে আজ রবিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় বৈঠকে বসছে ঢামেক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢামেক ইন্টার্ন চিকিৎসক একেএম সাজ্জাদ হোসেন মারধরের শিকার হন। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয়া ও টিশার্ট পড়া কয়েকজন যুবক তার পরিচয় জানতে চায়। ইন্টার্ন চিকিৎসকের পরিচয় দেয়ার পরও তারা তাকে ব্যাপক মারধর করে। এরপরদিন ইন্টার্ন চিকিৎসক পরিষদ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। ৪৮ ঘণ্টায় কোনো সুরাহা না হওয়ায় গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হয় তাদের এই কর্মবিরতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App