×

জাতীয়

বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৫:২৯ পিএম

চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে গত ২৪ ঘণ্টায়। আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো শতকের ঘর ছাড়িয়েছে। এর আগে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলো ২৫ জুলাই। ওই দিন রোগীর সংখ্যা ছিলো ৯৯ জন।

রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৩ আগস্ট সকাল ৮ টা থেকে ১৪ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৬জন। এর মধ্যে ৭০ জনই ঢাকার এবং বাকি ৪৬ জন ঢাকার বাইরে।

চলতি বছর (১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৫৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৭ জন। এর মধ্যে (ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে) ৩১৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ৭৩ জন ভর্তি আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App