×

স্বাস্থ্য

দ্বিতীয় ও বুস্টার ডোজে মিলবে ফাইজারের টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১১:১৮ পিএম

এখন থেকে করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ও বুস্টার (তৃতীয়) ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হবে। ২ আগস্ট অনুষ্ঠিত নাইট্যাগের (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ) এক জরিপের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, চলমান কোডিত-১৯ প্রতিরোধই টিকা দান কার্যক্রমের আওতায় ইতোপূর্বে যাদেরকে প্রথম ডোজ হিসেবে মরডানা কিংবা অ্যাস্ট্রাজেনেকর টিকা দেয়া হয়েছে তাদেরকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া যাবে। এমতাবস্থায়, উল্লিখিত বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App