×

জাতীয়

ডলার কেনা-বেচায় দামের ব্যবধান ১ টাকার বেশি নয়: কেন্দ্রীয় ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৭:২৭ পিএম

ডলার কেনা-বেচায় দামের ব্যবধান ১ টাকার বেশি নয়: কেন্দ্রীয় ব্যাংক

নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম

সঙ্কট সামাল দিতে ডলার কেনাবেচায় দামের ব্যবধান  সর্বোচ্চ কত হতে পারবে, তা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে দরে ডলার কেনা হবে, বিক্রির দাম তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি হতে পারবে।

বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে আজ রবিবার (১৪ আগস্ট)  এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, “ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে, তার সঙ্গে বিক্রয় মূল্যের একটি সিলিং করতে হবে। সব ব্যাংক এটি ফলো করবে বলে তারা জানিয়েছেন। ডলার কেনা ও বেচার ওই ব্যবধান হবে সর্বোচ্চ ১টাকা। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যবেক্ষণ করবে।

প্রসঙ্গত, ডরারের দাম বাড়ছেই। আজ খোলা বাজারে ডলার ১২৪ টাকা পর্যন্ত ওঠা নামা করে। এর মধ্যে নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্ত দিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App