×

আন্তর্জাতিক

টানা পরিশ্রমের কারণে ‘জোরপূর্বক বিশ্রামে’ মালির প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১১:১৬ এএম

টানা পরিশ্রমের কারণে ‘জোরপূর্বক বিশ্রামে’ মালির প্রধানমন্ত্রী

মালির প্রধানমন্ত্রী চোগুয়েল কোকাল্লা মাইগা

টানা পরিশ্রমের কারণে মালির প্রধানমন্ত্রী চোগুয়েল কোকাল্লা মাইগাকে ‘জোরপূর্বক বিশ্রামে’ পাঠানো হয়েছে। টানা কয়েক মাস অতিরিক্ত পরিশ্রমের কারণে তাকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসক।

শনিবার (১৩ আগস্ট) এ খবর জানা যায়। খবর রয়টার্স, আল জাজিরার।

কয়েক মাসের পরিশ্রমের ফলে মালির প্রধানমন্ত্রী চোগুয়েল মাইগাকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন তার চিকিৎসক। এ কথা নিশ্চিত করেছে তার কার্যালয়। এছাড়া, সম্প্রতি স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) পর চোগুয়েল মাইগাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে সেসব খবর অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা।

মালির প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুকে দেয়া এক পোস্টে বলা হয়, টানা ১৪ মাস কোনো ধরনের বিরতি ছাড়াই কাজ করার পর প্রধানমন্ত্রী চোগুয়েল কোকাল্লা মাইগাকে তার চিকিৎসক জোর করে বিশ্রামে রেখেছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি আগামী সপ্তাহে তার কার্যক্রম আবার শুরু করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App