×

আন্তর্জাতিক

রুশদির হামলার নিন্দায় জে কে রাওলিংকে প্রাণনাশের হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১২:০৯ পিএম

রুশদির হামলার নিন্দায় জে কে রাওলিংকে প্রাণনাশের হুমকি

সালমান রুশদি ও জে কে রাওলিং। ছবি: ভোরের কাগজ

বুকার পুরস্কার জয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির হামলার নিন্দায় প্রাণনাশের হুমকি পেয়েছেন ‘হ্যারি পটার’ সিরিজের নির্মাতা জে কে রাওলিং। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই লেখিকাকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এর আগে রুশদির ওপর ছুরি হামলার ঘটনায় তিনি টুইট করেন, ‘এ ঘটনায় খুবই অসুস্থতা অনুভব করছি। সেই সঙ্গে ব্রিটিশ এই ঔপন্যাসিকের আরোগ্য চাইছি। আশা করছি, তিনি সুস্থ হয়ে উঠবেন’। এই টুইটের জবাবে এক ব্যবহারকারী লিখেছেন, ‘চিন্তা করবেন না। আপনিই হলেন পরবর্তী টার্গেট। খবর আনন্দবাজার পত্রিকার।

যে টুইটার হ্যান্ডেল রাওলিংয়ের প্রাণনাশের হুমকি এসেছে, পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেখানে হামলাকারী হাদি মাতারের প্রশংসা করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে নিউইয়র্কে শিটোকোয়া ইন্সটিটিউটের মঞ্চে সালমান রুশদির ভাষণ শুরুর আগমুহূর্তে তার ওপর হামলা হয়। এ সময় ছুরি দিয়ে ১০ থেকে ১৫ বার আঘাত করা হয়। তাকে হত্যায় সন্দেহভাজন ২৪ বছর বয়সী হাদি মাতারকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App