×

অর্থনীতি

বাফেদা-এবিবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৮:৪৬ পিএম

বৈদেশিক মুদ্রাবাজারে (ফরেক্স মার্কেট) চলমান অস্থিরতা নিয়ে রবিবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এবং নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসাইন এবং বাফেদা চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের এমডি ও সিইও মোঃ আতাউর রহমান।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা কাটাতে বৈঠক থেকে বেশ কয়েকটি সমাধান আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা দূর করতে বেশ কিছু উদ্যোগ নিলেও এখন পর্যন্ত ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বৃহস্পতিবার খোলা বাজারে ডলারের দর রেকর্ড সর্বোচ্চ ১১৮ টাকা থেকে ১২০ টাকায় পৌঁছেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App