×

সারাদেশ

সাগরে ট্রলার ডুবি, ২২ জেলে জীবিত উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৯:৪৯ পিএম

সাগরে মাছ ধরতে গিয়ে মাতারবাড়ির একটি ট্রলার কক্সবাজারের নাজিরার টেক উপকূলে ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনাটি শুক্রবার (১২ আগস্ট) বিকাল ২টার দিকে ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় ট্রলারটি মাতারবাড়ির শের উল্লাহ বহাদ্দারের মালিকানাধীন।ট্রলারে থাকা ২২জন মাঝি-মাল্লাহকে জীবিত উদ্ধার করেছে পাশ্ববর্তী থাকা ৪টি ট্রলার। তবে ট্রলারটি সাগরে মুহুর্তে মধ্যে ডুবে যায়।

সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কক্সবাজারের ৬নং জেটি থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করে নাছির উদ্দীন মাঝির নেতৃত্বে এই ট্রলারটি।নাজিরার টেক উপকূলে গেলে স্রোতে আটকা পড়ে এবং পরে বিশালাকৃতির ঢেউয়ের ধ্বাক্কা পানিতে ডুবে যায় ট্রলারটি।পাশে থাকা ৪টি ট্রলার এসে ট্রলারে থাকা ২২জন মাঝিমাল্লাকে উদ্ধার করে।উপকুলে এনে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্রলার মালিক সমিতির সভাপতি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালানো বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App