×

পুরনো খবর

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার বক্তব্যের প্রতিবাদ আইডিইবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৭:২৮ পিএম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার বক্তব্যের প্রতিবাদ আইডিইবির

শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার বক্তব্যের প্রতিবাদ আইডিইবির

শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর থেকে কমিয়ে ৩ বছর করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি।

শুক্রবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী অভিভাবকদের অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি দেখিয়ে প্রচলিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রূপান্তরের ঘোষনা দেন।

বহু পরীক্ষানিরীক্ষা ও গবেষনার পর ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চালুকরা ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে শিক্ষামন্ত্রী ৩ বছরে নামিয়ে আনার কথা বলে কারিগরি শিক্ষার প্রতি চরম অবজ্ঞা-অবহেলার পরিচয় দিয়েছেন বলে আইডিইবি তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, শিক্ষামন্ত্রী শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে কমিয়ে আনার মাধ্যমে দেশের মধ্যম স্তরের প্রকৌশল শিক্ষাকে ধ্বংস করে কার স্বার্থ রক্ষা করতে চাচ্ছেন, তা জাতি জানতে চায়।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এমন ষড়যন্ত্র না করার জন্য এবং শিক্ষামন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য আইডিইবি আহ্বান জানিয়েছে। বরং বিগত ১০ বছর যাবত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চরম শিক্ষক স্বল্পতা, ল্যাব-ওয়ার্কশপ সমস্যা, শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধানে এবং শিক্ষার মান উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে আইডিইবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App