×

সারাদেশ

জাবি উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী আমির, নূরুল, অজিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৯:০৬ পিএম

জাবি উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী আমির, নূরুল, অজিত

শুক্রবার জাবি উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী তিনজন। ছবি: ভোরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক নূরুল আলম এবং অধ্যাপক অজিত কুমার মজুমদার। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান নির্বাচনের রির্টানিং কর্মকর্তা রেজিস্ট্রার রহিমা কানিজ। শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ছয়টায় নির্বাচন শুরু হয়ে সন্ধ্যা সাতটায় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে আওয়ামী লীগপন্থি পৃথক তিনটি প্যানেল থেকে প্র‍তিদ্বন্দ্বিতা করেন মোট নয়জন প্রার্থী। ভোটার সংখ্যা মোট ৮১ হলেও ৭৬ জন নির্বাচনে উপস্থিত ছিলেন। সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে প্যানেলে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক আমির হোসেন। বর্তমান সাময়িক উপাচার্য অধ্যাপক নুরুল আলম ৪৬টি ও অধ্যাপক অজিত কুমার মজুমদার ৩২টি ভোট লাভ করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ তাদের তিন জনের মধ্য থেকে একজনকে জাবির ২১ তম উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করবেন। বিজয়ী হিসেবে অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, আমি মনে করি একাডেমিক এবং বিভিন্ন প্রশাসনিক সকল দক্ষতা বিচার করে এবং অতীতের অভিজ্ঞতা ও বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান বিবেচনায় সম্মানিত সকল সিনেট সদস্য আমাকে নির্বাচিত করেছেন। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App