×

সারাদেশ

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৯:৫৬ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়ে আহত হয়েছেন পাঁচজন। বর্তমানে তারা কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কুষ্টিয়া ও ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মিরা কাজ করছে।

নিহত ওই দুজন খুচরা তেল ব্যবসায়ী। তারা হলেন দৌলতপুর উপজেলার দিঘলকান্তি গ্রামের সাহাজউদ্দিনের ছেলে সাহাজুল (২৪) ও একই এলাকার তহিদুল ইসলামের ছেলে বিজয় (১৮)। ঘটনার সময় তারা ওই পাম্প থেকে খুচরা তেল কিনতে এসেছিল।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

তিনি বলেন, রাত সাড়ে ৭টার দিকে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন মারা গেছেন, দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। আমরা আগুণ নিয়ন্ত্রণে নিয়েছি। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ত্রুটিপুর্ণ তেল মেশিনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App