পার্থ অনুব্রতদের কুকীর্তি ঢাকতে মিথ্যা প্রচার, বিপদে মমতার দল

আগের সংবাদ

জাবি উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী আমির, নূরুল, অজিত

পরের সংবাদ

পাঠাও রাইডেও এবার ভাড়া বাড়ল ১৭ শতাংশ

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২ , ৮:২৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১২, ২০২২ , ৮:২৮ অপরাহ্ণ

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে মোটরসাইকেলের ভাড়া বেড়েছে। আগের তুলনায় প্রায় ১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। তবে এখনও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের গাড়ির ভাড়া বাড়ানো হয়নি। সম্প্রতি এই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, মোটরসাইকেলে ঢাকায় প্রতি কিলোমিটারে এখন ১৫ টাকা ভাড়া দিতে হবে। আর সর্বনিন্ম ভাড়া দিতে হবে ৫০ টাকা। আগে প্রতি কিলোমিতার ভাড়া ছিল ১২ টাকা, সর্বনিন্ম ভাড়া নেওয়া হতো ৩০ টাকা। তবে ভিত্তি মূল্য ২৫ টাকা, প্রতি মিনিট চার্জ ৫০ পয়সা, ইন্স্যুরেন্স ফি এক টাকা অপরিবর্তিত থাকছে।

আর চট্টগ্রামে এখন থেকে প্রতি কিলোমিটারে ভাড়া নেয়া হবে ১২ টাকা। ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিন্ম ভাড়া। অন্যান্য ফি অপরিবর্তিতই থাকছে।

আর সিলেটে প্রতি কিলোমিটারে ভাড়া সাড়ে ৬ থেকে বাড়িয়ে সাড়ে ৮ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০ থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়