×

মুক্তচিন্তা

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৫:৫৭ এএম

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব
রাতারাতি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রায় এর নানা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। পরিবহন খরচ বেড়ে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্রভাব পড়েছে। আর সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর এর ফলে মৌলিক চাহিদা পূরণ ব্যাহত হচ্ছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। সবচেয়ে বড় প্রভাব পড়েছে কৃষির ওপর। কৃষি উৎপাদন খরচ থেকে শুরু করে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে খরচ বেড়ে গেছে অনেক। আর এর প্রভাবে সাধারণ মানুষের জীবনযাপন স্থবির হয়ে পড়েছে। একইভাবে শিল্প উৎপাদন ও পণ্য বাজারজাতকরণে খরচ বেড়ে যাওয়ায় সব কিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর ফলে নতুন করে দারিদ্র্য বেড়ে গিয়ে মানুষের কষ্ট ও দুর্ভোগ সীমাহীন। আর দারিদ্র্য বৃদ্ধি পেলে দেশে মৌলিক মানবিক চাহিদা পূরণ বাধাগ্রস্ত হয়। এতে নিরক্ষরতা, বাল্যবিয়ে, নারী নির্যাতন, অপরাধ প্রবণতাসহ নৈতিক মূল্যবোধেরও অবক্ষয় ঘটে। সমাজ পিছিয়ে পড়ে। তাই বিষয়টি আবারো ভেবে দেখার জন্য বিনীত আবেদন করছি। মেশকাতুন নাহার প্রভাষক, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, চাঁদপুর। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App