জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইল মন্ত্রিসভা

আগের সংবাদ

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

পরের সংবাদ

ভোলায় ফের ৪৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১১, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ

ভোলায় নতুন করে আবারও পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে ভোলার চীপ জুডিশিয়াল মেজিষ্ট্রেট’র আদালতে। বৃহস্পতিবার ( ১১ আগস্ট) আহত ছাত্রদল সভাপতি নূরে আলমের স্ত্রী ইশাফাক জাহান বাদী হয়ে পুলিশ পরিদর্শক আনিস উদ্দিন ১নং ও ওসি তদন্ত আরমান হোসেনকে ২নং আসামী করে ৪৬ পুলিশের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

আদালত সূত্র থেকে জানা যায়, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পোসমর্টেম রিপোর্ট সহ সকল কাগজপত্র জামাদানের নির্দেশ দিয়েছেন ভোলা সদর থানাকে। ঐ দিনই মামলার শুনানী ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় পুলিশের গুলিতে ভোলা সদর হাসপাতালে নিহত হয় সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম। এই ঘটনায় নিহত রহিমের স্ত্রী খাদিজা ৪ আগস্ট বৃহস্পতিবার ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যু হয়। ঘটনার ৯ দিন পর ১১ আগস্ট নিহত আলমের স্ত্রী এই মামলা করেন।
অন্যদিকে একই ঘটনায় পুলিশের পক্ষ থেকেও জেলা বিএনপির ৩৭৫ জন নেতা কর্মীর বিরুদ্ধে দুটি মামলা মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়