×

খেলা

টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ০৯:৩৯ পিএম

টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে হলে তৃতীয় ওয়ানডে ম্যাচে টাইগার ব্যাটার এবং বোলারদের জ্বলে উঠতে হবে

ওয়ানডে ফরমেটে টাইগারদের দীর্ঘদিনের সুনাম মাটিতে নামিয়ে এনেছে জিম্বাবুয়ে। এতদিন ওয়ানডে ক্রিকেটে সত্যিকারের বাঘ ছিল তামিম ইকবাল বাহিনী। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দলকে মাটিতে নামিয়ে আনার নজির টাইগারদের রয়েছে।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে দাপটে ওয়ানডে সিরিজ জিতেছে তামিম ইকবাল বাহিনী। গতমাসে উইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়ের সফরে সেই টাইগাররা ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কায় কাঁপছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে জিতে জিম্বাবুয়ে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। আগামীকাল বুধবার সিরিজের শেষ ম্যাচ তথা তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দু দল। এই ম্যাচে যদি জিম্বাবুয়ে জিতে যায় তাহলে ২১ বছর পর টাইগারদের হোয়াইটওয়াশ করার সুযোগ পাবে।

সর্বশেষ ২০০১ সালে লাল সবুজের প্রতিনিধিদেরকে হোয়াইটওয়াশ করেছিল জিম্বাবুয়ে। হোয়াইটওয়াশ এড়াতে হলে তামিম ইকবাল বাহিনীকে তৃতীয় ওয়ানডে ম্যাচে অবশ্যই জিততে হবে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সিরিজ হারের সঙ্গে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনেছে টাইগাররা। ধীর গতির বোলিংয়ের কারনে জরিমানা গুনতে হয়েছে। আইসিসির ২.২২ ধারা অনুযায়ী প্রতি ওভার স্লো বোলিংয়ের কারণে ২০ শতাংশ জরিমানা গুনতে হয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগাররা দুই ওভার স্লো বোলিং করেছে। এ কারণে ৪০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা সর্বশেষ ১৯টি সিরিজের মধ্যে ১২টি তে জিতেছে ৭টিতে হেরেছে । দাপটে থাকা তামিম ইকবাল বাহিনী এবার সিকান্দার রাজার কাছেই যেন সিরিজ হারছে।

টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত নৈপূণ্য প্রদর্শনকারী পাকিস্তানি বংশোদ্ভূত সিকান্দার রাজা, দুই ওয়ানডে ম্যাচে দুটো নান্দনিক সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা চারটি সেঞ্চুরি দেখা পেলেও টাইগার ব্যাটাররা কোন সেঞ্চুরির দেখা পাইনি। হারারেতে টাইগার ব্যাটার এবং বোলাররা নিজেদের জাত চেনাতে পারছেন না। যার ফলশ্রুতিতে সিরিজ হাত ছাড়া হয়েছে। এবার মান বাঁচাতে হলে হোয়াইটওয়াশ এড়ানো ছাড়া কোন বিকল্প নেই। টাইগার সমর্থকদের দৃঢ় বিশ্বাস, হারানো ছন্দ ফিরে পেয়ে টাইগার ব্যাটার এবং বোলাররা তৃতীয় ওয়ানডে ম্যাচে জ্বলে ওঠে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App