×

বিনোদন

বিবাহিত নারী ও মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্সে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৯:৪৪ এএম

বিবাহিত নারী ও মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্সে

ফাইল ছবি

বিবাহিত নারী ও মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্সে
বিবাহিত নারী ও মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্সে
বিবাহিত নারী ও মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্সে

ফাইল ছবি

প্রচলিত নিয়ম অনুসারে শুধু ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত ও নিঃসন্তান নারীরাই মিস ইউনিভার্সে অংশ নিতে পারলেও এবার সেই নিয়মে আনা হচ্ছে পরিবর্তন। ২০২৩ সালের মিস ইউনিভার্সের ৭২তম আসরে বিবাহিত নারী ও মায়েদের অংশ নিতে কোনো প্রতিবন্ধকতা থাকছে না। এরই মধ্যে এ প্রতিযোগিতা চলমান রয়েছে।

নতুন এ পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন মিস ইউনিভার্সের প্রেসিডেন্ট পাউলা শুগার্ট ও প্রধান নির্বাহী (সিইও) অ্যামি এমিরেচ। তাদের নেতৃত্বেই সংস্থাটি বিশ্বের সব নারীকে সমর্থন করতে অগ্রসর হচ্ছে। বিশ্বব্যাপী সবাই সংস্থাটির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। খবর লাইফস্টাইল, প্রেগ্যান্ট সার্কেলের।

[caption id="attachment_361608" align="aligncenter" width="700"] ফাইল ছবি[/caption]

এক বার্তায় আয়োজক কমিটি জানায়, আমরা বিশ্বাস করি, নিজ জীবনের প্রতিনিধিত্ব করার অধিকার সব নারীর রয়েছে। তাই একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত তাদের সাফল্যের পথে বাধা হওয়া উচিৎ নয়।

[caption id="attachment_361607" align="aligncenter" width="700"] ফাইল ছবি[/caption]

উল্লেখ্য, এ বছরের ডিসেম্বরে মিস ইউনিভার্সের ৭১তম আসর অনুষ্ঠিত হবে, যেখানে গত বছরের বিজয়ী ভারতের সুন্দরী হারনাজ সিন্ধু এবারের বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App