×

জাতীয়

তুরাগে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিনজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৯:২৯ এএম

তুরাগে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিনজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

রাজধানীর তুরাগ কামারপাড়া ভাঙারি দোকানে বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় মিজানুর রহমান (৩৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিস্ফোরণের ঘটনায় ৪ জনের মৃত্যু হলো।

রবিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। এই ঘটনায় বাকি ৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভিতরে ভাঙারির দোকানে এই বিস্ফোরণ ঘটে। শনিবার রাতেই মারা যায় দগ্ধ আলম, গাজী মাজহারুল ইসলাম ও নুর হোসেন।

দগ্ধ বাকি ৪ জন হলেন, রিকশাচালক শাহীন (২৫), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫) ও আলআমিন (৩০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App