×

জাতীয়

খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১৫ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৪:২৬ পিএম

খোলা বাজারে ডলার  রেকর্ড ১১৫ টাকা ছুঁয়েছে।

সোমবার (৮ আগস্ট) এ দামে ডলার বেচা-কেনা হয়েছে বলে জানা গেছে। দেশের ইতিহাসে এই প্রথম ডলারের দাম এত বেড়েছে।

মতিঝিল এলাকায় খোলা বাজারের একাধিক ডলার বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ২৬ জুলাই ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে খোলা বাজারে ডলারের সরবরাহ কম থাকায় খোলাবাজারে ডলারের দাম বাড়ছে। গতকাল রবিবার খোলা বাজারে ডলারের দাম ছিল ১১১ টাকা।

খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App