হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ চান প্লাস্টিকের উদ্যোক্তারা

আগের সংবাদ

জেলেনস্কির হুঁশিয়ারির পরপরই গণভোটের ডিক্রি জারি

পরের সংবাদ

লঞ্চের ভাড়া বাড়াতে কমিটি, প্রজ্ঞাপন বুধবার

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ , ৫:৩৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৮, ২০২২ , ৫:৩৫ অপরাহ্ণ

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এই কমিটি ভাড়া পুনর্নির্ধারণ করে জমা দিলে আগামী বুধবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে লঞ্চমালিকদের নিয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানান নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল।

তিনি বলেন, কমিটি আজ বিকেলের মধ্যেই ভাড়ার হার ঠিক করবে। ১০ আগস্ট এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকার গত শুক্রবার সব ধরনের জ্বালানি তেলের দাম ৪২ থেকে সর্বোচ্চ ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রলের মূল্য লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের মূল্য লিটারে ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে। এরপর লঞ্চমালিকেরা লঞ্চভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেন। লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা করার প্রস্তাব দেন। এ ছাড়া ১০০ কিলোমিটার–পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকার জায়গায় ৪ টাকার প্রস্তাব করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়