×

জাতীয়

ট্রানজিট মেনে ভারতীয় পণ্যের প্রথম চালান এলো মোংলা বন্দরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৪:৩৯ পিএম

ট্রানজিট মেনে ভারতীয় পণ্যের প্রথম চালান এলো মোংলা বন্দরে
ট্রানজিট মেনে ভারতীয় পণ্যের প্রথম চালান এলো মোংলা বন্দরে

মোংলা বন্দরে সোমবার সকালে ১২ নম্বর জেটিতে ভারতীয় পন্য বোঝাই জাহাজ। ছবি: সংগৃহীত

ট্রানজিট চুক্তির আওতায় একটি জাহাজ ভারতের পণ্যের পরীক্ষামূলকভাবে প্রথম চালান নিয়ে মোংলা সমুদ্রবন্দরে পৌঁছেছে। সোমবার (৮ আগস্ট) সকালে এমভি রিশাদ রায়হান নামের কার্গো জাহাজটি বন্দরের জেটিতে নোঙর করে। মোংলা বন্দর ও সড়কপথ ব্যবহার করে এসব পণ্য ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম ও মেঘালয়ে যাবে।

বাংলাদেশি এই জাহাজে ভারতীয় পণ্যবাহী দুটি কনটেইনার রয়েছে। এর মধ্যে একটিতে ৭০ প্যাকেজে ১৬ দশমিক ৩৮০ টন লোহার পাইপ রয়েছে। দ্বিতীয় কনটেইনারে ২৪৯ প্যাকেটে ৮ দশমিক ৫ টন প্রিফোম রয়েছে।

বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ট্রানজিট সুবিধা পেতে চার বছর আগে যে চুক্তি হয়েছে, তা কার্যকর করার অংশ হিসেবে ভারত এ রকম চারটি ট্রায়াল রান পরিচালনা করবে।

গত ১ আগস্ট ভারতের কলকাতা বন্দরে এমভি রিশাদ রায়হান জাহাজটিতে পণ্য বোঝাই করা হয়। এরপর জাহাজটি গতকাল রোববার মোংলা পৌঁছায়। সোমবার সকালে এটি বন্দরের ১২ নম্বর জেটিতে নোঙর করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App