×

জাতীয়

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৩:১৩ পিএম

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

প্রতীকী ছবি

# খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা # এক লিটারের বোতল ২০৫ টাকা # পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার প্রস্তাব

ডলারের মূল্যবৃদ্ধির কারণে সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

গত ৩ আগস্ট দাম বাড়ানোর এ প্রস্তাব বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) কাছে উপস্থাপন করেছে সংগঠনটি। প্রস্তাব অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।

দাম বাড়ানোর প্রস্তাবের সঙ্গে ব্যয়ের একটি বিবরণও তুলে ধরা হয়েছে। তাতে উল্লেখ আছে, চলতি বছর বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি সর্বোচ্চ ২০৫ টাকায় বিক্রি হয়েছিল, যা সম্প্রতি দুই দফায় ২০ টাকা কমিয়েছে তেল কোম্পানিগুলো। এর মধ্যে সর্বশেষ গত ২১ জুলাই লিটার প্রতি দাম ১৪ টাকা কমানো হয়। অবশ্য এখন বলা হচ্ছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বেড়েছে ভোজ্যতেলের আমদানি মূল্য। এ কারণে দাম সমন্বয়েরও প্রস্তাব দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App