×

জাতীয়

ট্রেনের ভাড়াও বাড়ছে, ইঙ্গিত রেলমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৬:৫৩ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ায় নগর মহানগরে এবং দূরপাল্লার বাসে বেড়েছে ভাড়া। সরকারের কাছে লঞ্চের ভাড়া দ্বিগুন করার প্রস্তাব দিয়েছে মালিকরা। এর ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

রবিবার (৭ আগস্ট) রেল ভবনে গণমাধ্যমের সাথে তিনি এ তথ্য জানান।

[caption id="attachment_348894" align="aligncenter" width="700"] রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন[/caption]

রেলমন্ত্রী বলেন, ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং, আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি। কেকনা, বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।ভাড়া বাড়ানোর বিষয়ে রেলওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছেন কি না ? জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। তবে ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বেড়ে বর্তমানে অনেকাংশে বেড়ে গেছে। যার ফলে রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App