×

জাতীয়

ট্রেনের ছাদে যাত্রী ওঠা, কালোবাজারি বন্ধে মনিটরিং সেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১২:২০ পিএম

ট্রেনের ছাদে যাত্রী ওঠা, কালোবাজারি বন্ধে মনিটরিং সেল

প্রতীকী ছবি

ট্রেনের ছাদে যাত্রী ওঠা এবং কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠন করেছে রেল মন্ত্রণালয়।

রবিবার (৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য উপস্থাপিত হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। টিকিটবিহীন যাত্রী যেন স্টেশনে ঢুকতে না পারেন সে বিষয়ে ৫০টি স্টেশনে বিশেষ চেকিং করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ২১ জুলাই ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করেন হাইকোর্ট। সেই সঙ্গে ট্রেনের ছাদে কোনো যাত্রী উঠলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App