×

খেলা

জিম্বাবুয়েকে ভালো দল বললেন তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১০:৫১ পিএম

দুই ম্যাচেই অনায়াসে তিনশ’র কাছাকাছি রান সংগ্রহ করা জিম্বাবুয়ের বিপক্ষে হারের বিপরীতে কোনো যুক্তি  খাড়া করেননি। বরং ব্যাটিং বা বোলিং কোনো বিভাগকেই দোষ জিম্বাবুয়েকে ভালো দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে ভালো খেলেননি জানিয়ে আত্মসমর্পণ করেছেন।

ম্যাচ শেষে হারের প্রতিক্রিয়ায় তামিম ইকবাল বলেন, তারা চারটি সেঞ্চুরি করেছে। আমরা একটাও করতে পারেনি। এটাই পার্থক্য। আমরা ভালো সংগ্রহ তুলেছিলাম। শুরুটা ভালো করেছিলাম। কিন্তু কেউ সেটা এগিয়ে নিতে পারিনি। উইকেট শুরু থেকেই ভালো ছিল। যদিও স্পিনের বিপক্ষে ব্যাট করা কিছুটা কঠিন ছিল।

আরও পড়ুন : ৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে রবিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৯১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান করে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App