×

জাতীয়

অক্টোবর থেকে থাকবে না লোডশেডিং: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৩:৫৩ পিএম

অক্টোবর থেকে থাকবে না লোডশেডিং: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রবিবার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার (৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষকে ভুক্তভোগী করতে কে চায়? কেউ চায় না। আমরা বুঝতে পারছি। এটা সাময়িক, বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস (অক্টোবর) থেকে ধীরে ধীরে কমে আসবে লোডশেডিং। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ভারসাম্যে আনার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। সবাইকে অনুরোধ করবো, সবাই যেন ধৈর্য ধরেন।

এদিকে, শিল্পাঞ্চলভিত্তিক আলাদা সাপ্তাহিক ছুটির বিষয়ে ব্যবসায়ীরাও ‘একমত’ হয়েছেন। এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ ও বিকেএমইএ’র প্রতিনিধিদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এক বৈঠকে বলা হয়, এতে ৪৯০ মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ সাশ্রয় হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App