×

খেলা

পদকহীন কমনওয়েলথ শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১০:৩৯ পিএম

পদকহীন কমনওয়েলথ শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা

বামিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২২তম আসরে অংশগ্রহন করা বাংলাদেশি ক্রীড়াবিদরা।

যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। ৭২ দেশের ৫ হাজার ৫৪ জন ক্রীড়াবিদ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এই পাঁচ হাজার ক্রীড়াবিদ বার্মিংহামে এবার ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে লড়েছে। গত ২৯ জুলাই থেকে শুরু হওয়া এবারের কমনওয়েলথ ধীরে ধীরে সমাপ্তির পথে হাটছে। আগামীকালই পর্র্দা নামবে কমনওয়েলথের এবারের বার্মিংহাম আসর। বার্মিংহামে অনুষ্ঠিত এবারের আসরে ৭টি ডিসিপ্লিনে বাংলাদেশের ৩০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে। সাত ডিসিপ্লিনের মধ্যে যোগত্য অর্জন করার বাংলাদেশি ক্রীড়াবিদদের মধ্যে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, সুমাইয়া দেওয়ান, মাহফুজুর রহমান, উম্মে হাফসা রুমকি ও রাকিবুল হাসান। বক্সিংয়ে হাসান আলী, সুর কৃষ্ণ চাকমা ও সেলিম হোসেন। জিমন্যাস্টিক্সে শিশির আহমেদ, আবু সাইদ রাফি ও আলী কাদের হক। সুইমিংয়ে আসিফ রেজা, সুকুমার রাজবংশী, সোনিয়া খাতুন, মাহমুদুন নবী নাহিদ ও মরিয়ম আক্তার। ভারোত্তোলনে মারজিয়া আক্তার ইকরা, মাবিয়া আক্তার সিমান্ত, মনিরা কাজী ও আশিকুর রহমান। কুস্তিতে আব্দুর রশিদ হাওলাদার, লিটন বিশ^াস, দোলা খাতুন ও তিথি রায়। টেবিল টেনিসে মোহতাসিন আহমদে, রিফাত মাহমুদ সাব্বির, মোফরাদুল খায়ের হামজা, রামহীম লিয়ন বন, সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। ইতোমধ্যে অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস, সুইমিং, ভারোত্তোলন, কুস্তি, টেবিল টেনিস প্রতিটি ডিসিপ্লিনেই বাংলাদেশি ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছে। তবে কোনো ক্রীড়াবিদই দেশের জন্য কোনো সুখবর বয়ে আনতে পারেনি। বার্মিংহামে এবার বাংলাদেশি ক্রীড়াবিদদের মধ্যে সবার শেষে হিটে নামার অপেক্ষায় ছিলেন রকিবুল হাসান ও উম্মে হাফসা রুমকি। তবে শেষটাও আনন্দদায়ক করতের পারেনি তারা। ২২তম কমনওয়েলথের পুরুষ বিভাগে ২০০ মিটার স্প্রিন্টের হিতে নিজ গ্রুপে সপ্তম হয়েছেন বাংলাদেশের রকিবুল হাসান। বার্মিংহামে আসার পর করোনায় আক্রান্ত হওয়ার কারণে ট্র্যাকে নামা নিয়ে অনিশ্চয়তায় ছিল রকিবুল। শঙ্কা দূর করে শেষ পর্যন্ত আলেকজান্ডার স্টেডিয়ামের ট্র্যাকে ২০০ মিটার স্প্রিন্টে ২২.৪৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। তবে এই হিটে নিজ গ্রুপে আট জনের মধ্যে সপ্তম হয়েছেন। সব মিলিয়ে ২০০ মিটার স্প্রিন্টে তার অবস্থান ৪৯তম। অন্যদিকে, নারীদের হাই জাম্পে বাংলাদেশের উম্মে হাফসা রুমকিও কোনো সুখবর দিতে পারেননি। হিটে প্রথমবার ১.৬৬ মিটার উচ্চতা অতিক্রম করতে পারলেও পরে উচ্চতা বাড়ানোর পর তিন প্রচেস্টাতেই ব্যর্থ হন রুমকি। বাছাই পর্বের খেলায় অংশ নিয়ে রুমকি ৯ জনের মধ্যে সবার শেষে জায়গা পান। আলেকজান্ডার স্টেডিয়ামে রুমকি নিজের ইভেন্টে খেলতে নেমে গ্রুপ ‘এ’ তে ১.৬৬ মিটার উচ্চতায় লাফিয়ে প্রথম ধাপ পাড় হলেও পরের ১.৭০ উচ্চতায় লাফাতে ব্যর্থ হয়ে ছিটকে পড়েন। রুমকি মোট ১৮ জনের মধ্যে ১৮তম হন। নাইজেরিয়ার সিমবিয়াত আদেসিনা ১.৮১ মিটার লাফিয়ে এই গ্রুপে সেরা হয়েছেন। এর আগে প্রথম দিন চারটি ডিসিপ্লিনের অংশগ্রহণের কথা ছিল বাংলাদেশের। তবে দুর্ভাগ্যবশত উচ্চ রক্তচাপের কারণে বক্সিং রিংয়ে নামতে পারেননি সুর কৃষ্ণ চাকমা। রুটিন চেক আপ করতে গিয়ে উচ্চ রক্তচাপ ধরা পড়েছে তার। এ কারণে সুর কৃষ্ণ চাকমাকে রিংয়ে উঠার অনুমতি দেননি দায়িত্বরত ডাক্তাররা। অ্যাথলেটিক্সে ইমরানুরকে নিয়ে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে হিটে তার ক্যারিয়ারের সেরা টাইমিং করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত করতে পারতেন। কিন্তু তিনি পারেননি। তবে টেবিল টেনিসে কিছুটা স্বস্তি বয়ে এনেছিল। প্রথবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল। তবে শেষপর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। এরপর টেবিল টেনিসের একক বিভগেও আশা জাগিয়ে ব্যর্থ হয়েছেন সাব্বির, সোনম ও সাদিয়ারা। ভারোত্তোলনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আশিকুর রহমান তাজ। ৫৫ কেজি ওজন শ্রেণিতে তিনি মোট ২১১ কেজি ওজন তুলে ১১ জন প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন। জিমন্যাস্টিকস ডিসিপ্লিনে কাদের হককে নিয়ে শুরু থেকেই বেশ আশাবাদী বাংলাদেশ। নিউজিল্যান্ড প্রবাসী এই জিমন্যাস্ট বাছাই পর্বে ফ্লোরে তৃতীয় ও ভল্টে দ্বিতীয় হয়ে আশা পূরণের কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন। শনিবার ইনডিভিজ্যুয়াল অল অ্যারাউন্ড বিভাগে ১৩.৭ স্কোর তুলে মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু প্রথম দিন শেষে আর মূলপর্বে জায়গা পাননি তিনি। কাদের হকের ইভেন্টে ৬০ জন প্রতিযোগী ছিল। সেখান থেকে মাত্র ১১ জন মূলপর্বে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। দুর্ভাগ্যবশত কাদের হক হয়েছে ১২তম। তাই মূল পর্বে সুযোগ পাননি তিনি। কাদেরের দুই সতীর্থ সাইদ আহমেদ রাফি ও শিশির আহমেদ প্রত্যাশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সাঁতারে লজ্জার রেকর্ড গড়েছে মাহমুদুন নবী। স্যান্ডওয়েলের অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে চার নম্বর হিটে মাহমুদুন্নবী নাহিদ আট জনের মধ্যে হয়েছেন অষ্টম। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই নম্বর হিটে নামা মরিয়ম আক্তার নিজের হিটে সাত জনের মধ্যে হয়েছেন পঞ্চম। ভারোত্তোলনে বাংলাদেশের আকর্ষণ ছিল মাবিয়া আক্তার সিমান্তের ওপর। ৬৪ কেজি ওজন শ্রেণিতে তিনি অংশ নিয়েছেন সিমান্ত। ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে সর্বমোট ১৮১ কেজি তুলেছেন এই অ্যাথলেট। এই ক্যাটাগরিতে অংশ নেয়া ১২ জনের মধ্যে অষ্টম হয়েছেন সিমান্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App