×

জাতীয়

তেল, সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাসদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৬:৩১ পিএম

জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি এবং ভোলায় গুলি করে দুই জন আন্দোলনকারীকে হত্যার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ।

শনিবার (৬ আগস্ট) বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে তখন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কৃষি, শিল্প, পরিবহন সহ সমস্ত ক্ষেত্রে ব্যয় বাড়িয়ে দেবে আর সাধারণ নাগরিকের জীবনকে দুর্বিষহ করে তুলবে। দুর্নীতি ও লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দুর্বৃত্ত তোষণের রাজনীতি চলছে বলে তিনি উল্লেখ করেন। ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও দুইজনের হত্যার নিন্দা করে তিনি দমন পীড়নের পথ পরিহার করার আহŸান জানান। বিরোধী দল মতের প্রতি দমন পীড়ন আর জনগণের উপর নিপীড়ন চালিয়ে অতীতে কোন শাসক রেহাই পায় নি উল্লেখ করে তিনি বলেন, দমন পীড়ন ও লুণ্ঠনের পথ পরিহার করুন।

বাঁচার দাবিতে তেল, সার ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে সোচ্চার হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App