×

খেলা

তামিম-লিটন জুটিতে শক্ত ভিত বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০২:৩৬ পিএম

তামিম-লিটন জুটিতে শক্ত ভিত বাংলাদেশের

লিটন ও তামিম

তামিম-লিটনে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে প্রথম বাউন্ডারি আসে তামিমের ব্যাট থেকে। দ্বিতীয় ওভার বাংলাদেশ মেডেন দেয় নিয়াউচিকে। দুই পেসারের চ্যালেঞ্জে দেখেশুনে এগোচ্ছে বাংলাদেশ।

৪৫ ওভার শেষে ১ উইকেটে ২৬৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৬২ রান নিয়ে আউট হন তামিম এবং এনামুল হক (৭২) ও মুশফিকুর রহিম (৩৫) ব্যাটিং করছেন। লিটনের সংগ্রহ ৮১ রান।

এর আগে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে বাইরে রেখে একাদশ গঠন করা হয়েছে। তার জায়গায় এনামুল হককে রাখা হয়েছে একাদশে। ২০১৯ সালের পর বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পেলেন এনামুল। চোট পাওয়া নুরুল হাসানের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম।

দুই দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। অতীতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৭৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ জয় পায় ৫০টিতে আর ২৮টিতে জয় পায় জিম্বাবুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App