×

খেলা

কায়া-রাজার সেঞ্চুরিতে বেকায়দায় বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০৯:১১ পিএম

কায়া-রাজার সেঞ্চুরিতে বেকায়দায় বাংলাদেশ

টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তামিম এবং লিটন ওপেনিং জুটিতে ১১৯ রান যোগ করেন। তামিম ফিরে যাওয়ার আগে ৮৮ বলে আট চারে করেন ৬২ রান। দেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে আট হাজার রান পূর্ণ করেন তিনি।

একবার স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন শরীফুল ইসলাম। ফিরে এসে বোলিং করলেও আবার উঠে যেতে হলো তাঁকে। ৪৩তম ওভারে ৪ বল করেই উঠে যেতে হয়েছে তাঁকে।

৭ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন এখন ৩৮ রান।

মোসাদ্দেকের আগের বলেই স্টাম্পিং থেকে বেঁচেছেন। পরের বলে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুললেন কাইয়া, এবার ফাইন লেগে ভুল করেননি শরীফুল ইসলাম। অবশেষে বাংলাদেশ ভাঙতে পেরেছে কাইয়া ও রাজার ১৯২ রানের জুটি। কাইয়া ফিরেছেন ১২২ বলে ১১০ রান করে।

লিটন দাস ৮৯ বলে আট চার ও এক ছক্কায় ৮১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন তিনি। এরপর দীর্ঘ প্রায় তিন বছর পরে ওয়ানডে দলে ফিরে এনামুল ৬২ বলে ছয়টি চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন। পরে মুশফিক খেলেন হার না মানা ৫২ রানের ইনিংস। মাহমুদউল্লাহ ২০ রান যোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App