×

আন্তর্জাতিক

শস্য নিয়ে ইউক্রেন বন্দর ছেড়েছে আরও ৩ জাহাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০৫:২৪ পিএম

শস্য নিয়ে ইউক্রেন বন্দর ছেড়েছে আরও ৩ জাহাজ

ইউক্রেন বন্দর ছাড়া একটি জাহাজ। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক চুক্তির আওতায় শস্য নিয়ে আরও তিনটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে।

শুক্রবার (৫ আগস্ট) তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরার ও তাসের।

দুটি জাহাজ চর্নমোর্স্কে বন্দর ও একটি জাহাজ ওদেসা বন্দর থেকে যাত্রা শুরু করেছে।

জাহাজে তিনটিতে মোট ৫৮ হাজার টন ভুট্টা বহন করা হচ্ছে।

তুর্কিয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে জানায়, পানামার পতাকাবাহী নাভি স্টারে বহন করা হয়েছে ৩৩ হাজার টন ভুট্টা। যা ইউক্রেন থেকে যাবে আয়ারল্যান্ড। এটি ছেড়েছে ওদেসা বন্দর থেকে।

দ্বিতীয় জাহাজ মাল্টার পতাকাবাহী রোজেনে বহন করা হচ্ছে ১৩ হাজার টন ভুট্টা। এটি ছেড়েছে চর্নমোর্স্কে বন্দর থেকে। যা যাবে ব্রিটেনে।

তৃতীয় জাহাজটি তুর্কির। পোলারেন্ট নামের ওই জাহাজে বহন করা হয়েছে ১২ হাজার টন ভুট্টা।

রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনের বন্দর হয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর জাতিসংঘ ও তুর্কিয়ের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানি পুনরায় শুরুর জন্য একটি চুক্তি হয়। এর আওতায় চলতি মাসের প্রথম দিন সিয়েরা লিওনের পতাকাবাহী রাজোনি ২৭ হাজার টন ভুট্টা নিয়ে লেবাননের উদ্দেশে ওদেসা বন্দর ছাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App