×

জাতীয়

সাংবাদিকের ওপর হামলায় তিনজন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৯:৩৩ পিএম

সাংবাদিকের ওপর হামলায় তিনজন কারাগারে

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরাপার্সন আজাদ আহমেদকে মারধরের মামলায় ভিক্টর ট্রেডিং করপোরেশনের কাওছার ভূইয়াসহ তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই আসামি হলেন-সুমন মিয়া ও মাসুম বিল্লা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর (নি.) রূপু কর একদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া, গতকাল এ মামলার আরো পাঁচ আসামি হাফিজ, মহসিন ভূইয়া, মাহবুব হোসেন, আসিফ আকবর ও মাকসুদুল্লাহকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনে মেডিক্যালের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর হামলা চালায় ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী কাওছার ভূইয়া ও তার সহযোগীরা। এ সময় ক্যামেরা ভাঙচুর ও ফুটেজ ডিলিট করে দেয় হামলাকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App