×

জাতীয়

এ মাসে নয়, প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু সেপ্টেম্বরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১১:৫৬ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এ মাসে নয়, শুরু হবে আগামী সেপ্টেম্বরে। গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ মাস থেকেই অনলাইনের মাধ্যমে বদলির ঘোষণা দিয়েছিল।

বুধবার (৩ আগস্ট) প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বাংলাদেশ টেলিভিশনের একটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে এ তথ্য জানান।

একজন দর্শকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমরা এই কার্যক্রম শুরু করতে পারব। একই পদ্ধতির আওতায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বদলিটাও আমরা অনলাইনে করার পরিকল্পনা করছি।

কিভাবে আবেদন করতে হবে এই প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, নতুন এই পদ্ধতিতে বদলি প্রত্যাশী শিক্ষক অনলাইনে আবেদনটি করার পর সেটি প্রাথমিকভাবে যাচাই করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনিও ওই সফটওয়্যার ব্যবহার করেই যাচাই করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেবেন। তারপর সেটি যাচাই করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) কাছে পাঠাবেন তিনি। সেটি মঞ্জুর করে পাঠিয়ে আবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেবেন ডিপিইও। তখন বদলির বিষয়ে তিনি আদেশ জারি করবেন এবং শিক্ষক সেটি জেনে যাবেন অনলাইনেই।

আমিনুল ইসলাম খান আরও বলেন, তিন ধাপের এই যাচাইয়ে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিন দিন করে সময় পাবেন। এই তিনদিনের মধ্যে যাচাই করে নিষ্পত্তি না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই যাচাইয়ের জন্য নিয়োজিত পরবর্তী ব্যক্তির কাছে চলে যাবে। তখন নিষ্পত্তি না করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

গত ২৭ জুলাই পরীক্ষামূলকভাবে গাজীপুরের কালিয়াকৈরে নতুন পদ্ধতিতে ১৮টি বিদ্যালয়ে শূন্য পদে বদলি করা হয়। তবে আপাতত ঢাকাসহ দেশের ১১টি মহানগরে শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ রাখা হবে। মহানগরে বদলির জন্য নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App