×

সারাদেশ

৫০০ যাত্রী নিয়ে চরে আটকা সুন্দরবন, নিয়ে ফিরল সুরভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৮:৪৫ এএম

৫০০ যাত্রী নিয়ে চরে আটকা সুন্দরবন, নিয়ে ফিরল সুরভী

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটিতে প্রায় ৫০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-১১ নদী তীরবর্তী চরে আটকে গেছে। মঙ্গলবার (২ জুলাই) রাত ১১টার দিকে চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন নদীতে চলমান অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লঞ্চটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরিচালনার দায়িত্বে থাকা মাষ্টার।

লঞ্চের মাষ্টার আলম সর্দার জানান, আনুমানিক ৪-৫ শত যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয় সুন্দরবন ১১ লঞ্চ। পথিমধ্যে হাইড্রোলিকে ত্রুটি দেখা দিলে লঞ্চটি নিয়ন্ত্রণে নিতে তীরবর্তী চরের দিকে নিয়ে যাওয়া হয়।

তবে লঞ্চটি চরে আটকে গেলে এবং নদীতে সেটিকে আর নামানো সম্ভব হয়নি। পরবর্তীতে যাত্রীদের সুরভী-৭ লঞ্চে তুলে দেওয়া হয়। যাতে তারা নিরাপদে বরিশালে পৌঁছাতে পারে।

এদিকে সুরভী-৭ লঞ্চের যাত্রী ওমর ফারুক জানান, হঠাৎ করেই বরিশালগামী সুরভী-৭ লঞ্চটি নদী তীরে আটকে থাকা সুন্দরবন-১১ লঞ্চের দিকে এগিয়ে যায়। সুন্দরবন-১১ লঞ্চের কাছাকাছি গিয়ে দেখতে পাই সেটি একদিকে কাত অবস্থায় রয়েছে। তবে কিভাবে কি হয়েছে তা জানতে পারিনি। পরে সুন্দরবন-১১ লঞ্চের যাত্রীদের আমাদের লঞ্চে তুলে দেওয়া হয়।

সুন্দরবন নেভিগেশনের কোম্পানি লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম পিন্টু বলেন, লঞ্চে থাকা যাত্রী এবং লঞ্চের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরিশালগামী অন্য একটি লঞ্চে যাত্রীদের নিরাপদে তুলে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App