×

জাতীয়

পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৪:৩৭ পিএম

পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার সুপারিশ

বুধবার জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পুনরায় তালিকা যাচাই করে দ্রুত গেজেট প্রকাশ করে বেতন-ভাতা দেয়ার কাজ চালু করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আনন্দ স্কুলের নিয়োগ কার্যক্রম নিয়ে যেসব ভিত্তিহীন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।

একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার (৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম ও ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।

কমিটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ফিজিবিলিটি যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App