×

জাতীয়

তিন লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৯:৩৯ পিএম

তিন লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

প্রতীকী ছবি

৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকায় ৬০ হাজার ব্যাগড ইউরিয়া সার ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া তিন লাখ ৬০ হাজার টন ইউরিয়া ও এক লাখ টন এমওপি সার কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরব ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) থেকে এসব সার কেনা হবে।

বুধবার (৩ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কাফকো, বাংলাদেশ থেকে দ্বিতীয় ধাপে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৫৭ কোটি ৩২ লাখ সাত হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App