×

আন্তর্জাতিক

নতুন ৮ মুখ নিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা বদল মমতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৮:০৯ পিএম

দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা ইডির হাতে গ্রেপ্তার হওয়ার জেরে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় বদল এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (৩ আগস্ট) শপথ নেন ৯ মন্ত্রী। এর মধ্যে আটজন নতুন মুখ রয়েছেন।

পূর্ণ মন্ত্রী হিসেবে এদিন শপথ নেন পাঁচজন। তারা হলেন পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ, স্নেহাশীষ চক্রবর্তী, প্রদীপ মজুমদার।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন দুজন। তারা হলেন বীরবাহ হাঁসদা ও বিপ্লব রায় চৌধুরী। ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল বীরবাহ হাঁসদাকে। সেক্ষেত্রে পদোন্নতি পেয়ে তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন তিনি।

অন্যদিকে রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দুজন। এরা হলেন সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন। শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য বিনিময় করেন শপথ নেয়া মন্ত্রীরা।

এদিন বিকেল চারটে রাজভবনে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। শপথ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল লা গনেশন। শপথ গ্রহণের শুরুতে দেশটির জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মমতার মন্ত্রিসভার একাধিক সদস্য, সাংসদ, বিধায়করা। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কলকাতায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের প্রধানরাও।

এদিনের আমন্ত্রিত তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারী, বিমান বসুর মতো বিরোধী দলের নেতারা। যদিও তাদের কেউই উপস্থিত ছিলেন না। অন্যদিকে আমন্ত্রিত হলেও উপস্থিত ছিলেন না মমতার ভাতিজা ও দলের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি।

স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর গত ২৩ জুলাই পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App