ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী এলমা চৌধুরী ওরফে মেঘলার মৃত্যুর মামলায় নারাজি দাখিলে সময় চেয়ে আবেদন করেছেন তার বাবা সাইফুল ইসলাম চৌধুরী।
আজ বুধবার (৩ আগস্ট) আদালতে নারাজি বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন এলমার বাবা নারাজি দাখিলে সময় আবেদন করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৪ আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।
এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর আসামি ইফতেখারের তিনদিনের, ১৯ ডিসেম্বর দুদিন ও ২২ ডিসেম্বর আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইফতেখার বর্তমানে কারাগারে রয়েছেন।
গত ১৪ ডিসেম্বর বিকেলে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন ছিল বলে জানান তার সহপাঠীরা। এ ঘটনায় ওইদিন রাতেই ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইলমার স্বামী, শ্বশুর (অব.) লে. কর্নেল মো. আমিন ও শাশুড়ি শিরিন আমিনকে আসামি করা হয়। তবে এলমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এলমা আত্মহত্যা করেছেন বলে দাবি করেন। বর্তমানে ইফতেখারের মা ও বাবা জামিনে রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।