চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী ফুলবাড়ী এলাকা থেকে কাগজে মোড়ানো অবস্থায় সীমান্ত থেকে ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৫ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংঘটিত এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে দর্শনা থানায় মামলা করেছে বিজিবি।
উদ্ধারকৃত মার্কিন ডলারগুলো রাজস্ব বিভাগে জমা রেখেছে চুয়াডাঙ্গা বিজিবি। উদ্ধারের পর বিকেল চারটায় চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকার ফুলবাড়ী দিয়ে চোরাচালান মালামাল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অবস্থান নেয় ৮৫ নম্বর পিলারের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।