×

আন্তর্জাতিক

পাকিস্তানে ঊর্ধ্বতন সেনা-কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ০৫:২৮ পিএম

পাকিস্তানে ঊর্ধ্বতন সেনা-কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

প্রতীকী ছবি

পাকিস্তানের সেনাবাহিনীর একটি অ্যাভিয়েশন হেলিকপ্টার ঊর্ধ্বতন সেনা–কর্মকর্তাদের নিয়ে নিখোঁজ হয়েছে। দেশটির কোয়েটা থেকে করাচির দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

হেলিকপ্টারটিতে দেশের ১২ কর্পসের কমান্ডারসহ ৬ ব্যক্তি ছিলেন।

কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ছিলেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক টুইটার পোস্টে এ তথ্য জানায়। খবর জিও নিউজের।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বেলুচিস্তানের লাসবেলাতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হেলিকপ্টারটি রওনা করেছিল। পরে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির। এর সন্ধান পেতে অভিযান চলছে।

ঘটনার পর জেলা প্রশাসন বলেছে, উইন্দার এলাকায় সাস্যি পুন্নু মন্দিরের কাছে একটি বিধ্বস্ত হেলিকপ্টার শনাক্ত হয়েছে। তবে এটি ওই হেলিকপ্টার কি না, তা এখনো নিশ্চিত করেনি আইএসপিআর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App