×

জাতীয়

চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ০৩:৪৮ পিএম

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ। সদ্য সমাপ্ত মাসটিতে রপ্তানি হয়েছে ৩৯৮ কোটি ডলারের পণ্য।

জুলাইয়ে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি প্রায় দুই শতাংশ বেশি। আগের অর্থবছরের একই মাসে রপ্তানির পরিমাণ ছিল ৩৪৭ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ওয়েবসাইটের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি অন্যান্য পণ্যের তুলনায় বেশি হয়েছে। পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ হারে। আর অন্যান্য পণ্যের রপ্তানির হার ১৪ দশমিক ৭২ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App