বাংলাদেশ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত ৯ রান করেছেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ। লিটন ৬ বলে ১৩ করে আউট হয়েছেন। অভিষিক্ত ইমন করতে পেরেছেন ৬ বলে ২ রান। ব্যর্থতার বৃত্তে থাকা এনামুল করেন ১৪ রান।
এর আগে জিম্বাবুয়ের হয়ে বার্ল ২৮ বলে করেন ৫৪ রান। ছয়টি ছক্কা ও দুটি চার মারেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন লুক জনজি। এছাড়া ওপেনার রেগিস চাকাভা ১৭ এবং ক্রেগ আরভিন ২৪ রানের ইনিংস খেলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।