×

আন্তর্জাতিক

মিয়ানমারে জরুরি অবস্থা আরও ছয়মাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ১১:০৩ এএম

মিয়ানমারে জরুরি অবস্থা আরও ছয়মাস

ছবি: সংগৃহীত

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে। দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান এ ঘোষণা দিয়েছেন।

জান্তার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে মিয়ানমারের সাধারণ জনগণকে অবহিত করা হয়েছে। খবর রয়টার্স, ব্লুমবার্গের।

গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এক বিবৃতিতে উল্লেখ করেছে, মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা জরুরি অবস্থার মেয়াদ ছয়মাস বর্ধিতকরণের সিদ্ধান্তের পক্ষে নিরঙ্কুশ রায় দিয়েছেন।

এর আগে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করেন মিন অং হ্লাইং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App