×

খেলা

নারী ইউরোতে ইংল্যান্ড সেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০৮:১২ এএম

নারী ইউরোতে ইংল্যান্ড সেরা

১১০ মিনিটের মাথায় ক্লোই কেলি ইংল্যান্ডের পক্ষে জয়সূচক গোলটি করেন

ওয়েম্বলি স্টেডিয়ামে গতকাল নারী ইউরোর ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইংল্যান্ড। ২০২১ সালে পুরুষদের ইউরো চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। সেখানে অবশ্য টাইব্রেকারে ইতালির কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে বছরখানেক না যেতেই ফের ইউরোর ফাইনালে ইংলিশরা। নারীদের ইউরোর ফাইনলে গতকাল ইংল্যান্ডের মেয়েরা সমর্থকদের নিরাশ করেনি। প্রায় এক যুগ পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করেছে ইংল্যান্ড নারী ফুটবল দল।

ওয়েম্বলি স্টেডিয়ামে গতকাল ম্যাচের ৬২ মিনিটে এলাটুনের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৯ মিনিটে জার্মানিকে ১-১ গোলে সমতা ফেরান লিনাম্যাগুল। ৯০ মিনিটের খেলায় সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত (১৫+১৫) ৩০ মিনিটে। ১১০ মিনিটের মাথায় ক্লোইকেলি জার্মানির গোলসীমানায় জটলার মধ্যে বল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করলে ২-১ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় স্বাগতিকরা জয় নিয়ে মাঠ ছাড়ে। এবার ইংল্যান্ড সেমিফাইনালে সুইডেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম আসর বসে ১৯৮৪ সালে। প্রথম আসরে ফাইনালে ওঠে সুইডেন ও ইংল্যান্ড। যেখানে সুইডিশরা শিরোপা জিতে নেয়। ইংল্যান্ড এরপর আরো একবার ফাইনালে খেলেছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে তারা।

জার্মানি ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল। প্রতিযোগিতাটির ১২ আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে আটবার। জার্মানি এবার ফাইনালের টিকেট কেটেছে ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া ও ফ্রান্সের মতো দলগুলোকে হারিয়ে। এর মধ্যে কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে ও সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারায় তারা। প্রতিযোগিতায় তাদের সবচেয়ে বড় জয়টি ডেনমার্কের বিপক্ষে ৪-০ গোলে। অন্যদিকে ইংল্যান্ড ফাইনাল যাত্রায় হারায় অস্ট্রিয়া, নরওয়ে, নর্দার্ন আয়ারল্যান্ড, স্পেন ও সুইডেনকে। কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ ও সেমিফাইনালে সুইডেনের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় তারা। অবশ্য ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়টি আসে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App