×

জাতীয়

দুই বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুলাইয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০৬:১৫ পিএম

২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহ অনেক বেড়েছে। গতকাল রবিবার শেষ হওয়া জুলাই মাসে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

সোমবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত বছরের জুলাইয়ে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছিল ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এবার তা এসেছে ২ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরের সবশেষ মাস জুনে প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।

সেই হিসাবে নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তা বেড়েছে ১৯ দশমিক ৭৫ শতাংশে বেশি। তবে আলোচিত মাস ২০২০ সালের জুলাইকে ছাড়িয়ে যেতে পারেনি। ওই সময় রেমিট্যান্স আসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App